বই সম্পর্কে

Image Vocabulary একটি বিজ্ঞানভিত্তিক Brain Development Tool,

যা শিশুদের শেখার প্রাকৃতিক প্রক্রিয়ার সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
শিশুর মস্তিষ্ক মূলত visual information দ্রুত গ্রহণ ও সংরক্ষণ করতে পারে।
বিজ্ঞান অনুযায়ী, মস্তিষ্ক যখন ছবি + শব্দ একসাথে দেখে, তখন—
🧠 Dual Coding Process কাজ করে
→ একসাথে দুই ধরনের neural pathway তৈরি হয়
→ ফলে শব্দ মনে রাখা ও recall করা অনেক সহজ হয়।
এই বইটি ঠিক সেই পদ্ধতিতেই ডিজাইন করা।

🧠 Brain Development কীভাবে হয় এই বইয়ের মাধ্যমে?

✔️ Visual Stimulus Activation
ছবি শিশুর visual cortex সক্রিয় করে,
যা শেখার আগ্রহ ও attention span বাড়ায়।
✔️ Neural Connection Strengthening
একই শব্দের সাথে বারবার ছবি দেখলে
মস্তিষ্কে শক্ত neural connection তৈরি হয়—
যা long-term memory গঠনে সাহায্য করে।
✔️ Recall-Based Learning
শিশু শুধু পড়ে না,
ছবি দেখে নিজে থেকেই শব্দ মনে করার চেষ্টা করে—
এটাই brain training-এর মূল অংশ।
✔️ Language Processing Development
Phonetic যুক্ত থাকার কারণে
শিশুর pronunciation ও auditory processing একসাথে উন্নত হয়।

📚 এই বইতে কী আছে


✔️ 3000+ প্রয়োজনীয় English words
✔️ প্রতিটি শব্দের সাথে meaningful image
✔️ সহজ Bengali অর্থ
✔️ সঠিক Phonetic pronunciation (New Edition)
এই combination শিশুর—
Memory power
Focus
Recall ability
Language confidence
একসাথে উন্নত করে।

⏱️ কেন অল্প সময়েই কাজ করে?

Brain science অনুযায়ী,
Short but consistent exposure
(প্রতিদিন ১০–১৫ মিনিট)
শিশুর শেখার ক্ষমতা সবচেয়ে বেশি বাড়ায়।
এই বইটি ঠিক সেইভাবে সাজানো।
🎯 আমাদের লক্ষ্য
শিশুকে মুখস্থ করানো নয়—
বরং তার মস্তিষ্ককে শেখার জন্য ট্রেইন করা।
🔑 Scientific Bottom Line
Image Vocabulary কোনো সাধারণ vocabulary book নয়।
এটি একটি research-inspired Brain Development Tool,

যা শিশুর মস্তিষ্ককে দেখিয়ে শেখায়,
মনে রাখতে শেখায় এবং আত্মবিশ্বাস তৈরি করে।

Scroll to Top
📖 Free Preview Buy Full Book