যা শিশুদের শেখার প্রাকৃতিক প্রক্রিয়ার সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
শিশুর মস্তিষ্ক মূলত visual information দ্রুত গ্রহণ ও সংরক্ষণ করতে পারে।
বিজ্ঞান অনুযায়ী, মস্তিষ্ক যখন ছবি + শব্দ একসাথে দেখে, তখন—
🧠 Dual Coding Process কাজ করে
→ একসাথে দুই ধরনের neural pathway তৈরি হয়
→ ফলে শব্দ মনে রাখা ও recall করা অনেক সহজ হয়।
এই বইটি ঠিক সেই পদ্ধতিতেই ডিজাইন করা।
✔️ Visual Stimulus Activation
ছবি শিশুর visual cortex সক্রিয় করে,
যা শেখার আগ্রহ ও attention span বাড়ায়।
✔️ Neural Connection Strengthening
একই শব্দের সাথে বারবার ছবি দেখলে
মস্তিষ্কে শক্ত neural connection তৈরি হয়—
যা long-term memory গঠনে সাহায্য করে।
✔️ Recall-Based Learning
শিশু শুধু পড়ে না,
ছবি দেখে নিজে থেকেই শব্দ মনে করার চেষ্টা করে—
এটাই brain training-এর মূল অংশ।
✔️ Language Processing Development
Phonetic যুক্ত থাকার কারণে
শিশুর pronunciation ও auditory processing একসাথে উন্নত হয়।
✔️ 3000+ প্রয়োজনীয় English words
✔️ প্রতিটি শব্দের সাথে meaningful image
✔️ সহজ Bengali অর্থ
✔️ সঠিক Phonetic pronunciation (New Edition)
এই combination শিশুর—
Memory power
Focus
Recall ability
Language confidence
একসাথে উন্নত করে।
Brain science অনুযায়ী,
Short but consistent exposure
(প্রতিদিন ১০–১৫ মিনিট)
শিশুর শেখার ক্ষমতা সবচেয়ে বেশি বাড়ায়।
এই বইটি ঠিক সেইভাবে সাজানো।
🎯 আমাদের লক্ষ্য
শিশুকে মুখস্থ করানো নয়—
বরং তার মস্তিষ্ককে শেখার জন্য ট্রেইন করা।
🔑 Scientific Bottom Line
Image Vocabulary কোনো সাধারণ vocabulary book নয়।
এটি একটি research-inspired Brain Development Tool,
যা শিশুর মস্তিষ্ককে দেখিয়ে শেখায়,
মনে রাখতে শেখায় এবং আত্মবিশ্বাস তৈরি করে।